বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, সেমিতে অস্ট্রেলিয়া

বৃষ্টিতে ভেসে গেছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেছে আফগানদের।
আগামীকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ইংলিশরা যদি প্রোটিয়াদের ২০৭ রানের বড় ব্যবধানে হারায়। কিংবা দক্ষিণ আফ্রিকা যদি আগে ব্যাট করে ৩০০ রান তুলে, সেই লক্ষ্য ইংল্যান্ড ১১.১ ওভারে পেরোতে পারলেই সেমিতে উঠবে আফগানিস্তান।
শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।
জবাবে খেলতে নেমে ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এরপরই নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও, আউটফিল্ডের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে, খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে ২০ ওভার খেলা না হওয়ায় পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।