ক্রিকেট

ব্যর্থতার পর দায়িত্ব ছাড়লেন বাটলার

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের।  অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হারে বিদায় নিশ্চিত হয়েছে দলটির।

ইংল্যান্ডের এখনো এক ম্যাচ বাকি আছে। আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।  সেই ম্যাচের আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন জস বাটলার।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, এটা আমার ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করি কেউ একজন ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে ইংল্যান্ডের থাকা উচিত।

অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়েন যাবেন জানিয়ে বাটলার বলেন,আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। আবেগ ও হতাশা এখনো আছে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে তা কেটে যাবে আর আমি খেলাটা উপভোগ করতে পারব।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন