আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কি বাগবিতণ্ডায় খুশি রাশিয়া

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক ভালো যায় নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বৈঠকে বাগবিতণ্ডা তীব্র হলে এক পর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। 

মস্কোভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রকাশ্যে বিবাদ দেখে খুশি হবে রাশিয়া।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে বিপাকে পড়বে। 

বার্তা আদান-প্রদান মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, জেলেনস্কির সবগুলো মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন