জাতীয়

ডিবির ‘অল আউট অ্যাকশন’ শুরু

রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপরাধীদের বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশন’ শুরু করেছে। শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। 

অতিরিক্ত কমিশনার জানান, রাজধানীতে চুরি-ছিনতাই ও ডাকাতি জড়িত বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কিছুদিনের মধ্যেই রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলেও আশা করেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান।

মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগরসহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন