বন্ধ কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে নগদ অর্থসহ ইলেক্ট্রিক সামগ্রী লুট করেছে ডাকাত দল। এ সময় পাশের একটি বিকাশ এজেন্টের দোকানেও ডাকাতি করে তারা।
শনিবার (১ মার্চ) ভোররাতে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই কারখানাটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিলো। এ সুযোগে ভোরে কারখানায় প্রবেশ করে ২ টি কম্পিউটার, আইপিএসের ব্যাটারি, পরিত্যক্ত এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক মটর, জেনারেটরের তার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ম্যাগপাই নিটওয়্যার লিমিডেটের এজিএম কায়সার আলী খান বলেন, কারখানার কার্যক্রম বন্ধ ছিলো। সেই সুযোগে গতকাল রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে দারোয়ান ও প্রহরীকে জিম্মি করে কারখানায় প্রবেশ করে। পরে তারা কারখানার কোটি টাকা মূল্যের মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে ১০/১৫ জন ডাকাত আসে এবং কারখানার প্রহরীকে একটি কক্ষে আটকে রেখে ডাকাতি করে পালিয়ে গেছে। এঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
আই/এ