আন্তর্জাতিক

বাগ-বিতণ্ডার জেরে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে তাড়িয়ে দিলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

চোখে চোখ রেখে কথা, উত্তপ্ত বাক্য বিনিময় একে অন্যের কথা কেড়ে নিচ্ছেন, প্রশ্ন ছুড়ছেন-আবার ধারালো যুক্তি দেখাচ্ছেন একপক্ষে রয়েছেন বিশ্বের শীর্ষ শক্তিধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপরীতে রয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি

কোনো মার্কিন প্রেসিডেন্টের সামনে বসে এভাবে কথা বলার সাহস দেখায়নি কেউ। স্মরণকালে সামনাসামনি দুই নেতার এমন বাগ্‌বিতণ্ডা বিরলই বটে। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের হোযাইট হাসে  বাঘে মহিষের এই বিরল লড়াই প্রত্যক্ষ করলো গোটা বিশ্ব  প্রেসিডেন্ট ট্রাম্প চটে গিয়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলেন। শুধু তাই নয়, হোয়াইট হাউজে দুপুরের খাবারও খেতে পারেন নি ইউক্রেনের প্রেসিডেন্ট।  হো্য়াইট হাউজের ইতিহাসে প্রথম বারের মতো যৌথ সংবাদ সম্মেলনও বাতিল হয়ে যায়।

বর্তমানে সময়টা ভাল যাচ্ছে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাঘের মতো রাশিয়ার সামনে ফেলে  সাবেক বাইডেন প্রশাসন যে কত বড় বিপদে ইউক্রেনকে ফেলেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউক্রেনের এক সময়ের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। ক্ষমতায় আসার আগেই মার্কিন প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কথামতো যুদ্ধবন্ধে উদ্যোগও নিয়েছেন তবে আলোচনার কোথাও নেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাকে ছাড়াই সৌদি আরবে চলছে যুদ্ধবিরতি আর শান্তি আলোচনা।

পাশাপাশি জেলেনস্কিকে টার্গেকরে একের পর এক তোপ দাগাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার ইউক্রেনিয় সেনা হত্যার জন্য জেলেনস্কিকে দায়ি করেছেন, আবার আলোচনার টেবিলে বাসার যোগ্যতা নেই বলে সমালোচনা করেছেন আবার ইউক্রেনকে দেয়া সহায়তার কোটি কোটি ডলার অর্থ  ফরত চাইছেন জেলেনস্কিকে  ‘‘নির্বাচনবিহীন স্বৈরাচারবলেও আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আবার মস্কোর সঙ্গে  দ্রুত শান্তি প্রতিষ্ঠা না করলে কিয়েভ হারাতে পারেন বলে হুঁশিয়ারিও দিচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব কথাবার্তায় হয়তো জেলেনস্কির মানস পটে ভেসে উঠেছে  হাজারো সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণহানী আর হাজারো স্থাপনা ধ্বংসের ভয়াবহ চিত্র পাশাপাশি ভুখণ্ড হারিয়ে ফেলার যন্ত্রণাতো রয়েছেই এসব কারণে জেলেনস্কির মনের অবস্থা এমনতেই খারাপ এমতাবস্থায় মরার ওপর খড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে  ইউক্রেনের  খনিজ সম্পদে ভঅস বসানো নিয়ে  ট্রাম্প প্রশাসনের প্রস্তাব সব মিলিয়ে দেউলিয়া হওয়ার অবস্থা তার

এমতাবস্থায় শুক্রবার  হোয়াইট হাউসে  ভলোদিমির জেলেনস্কিকে আবারও অসম্মান করে  কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেনবলে অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চেঁচামেচির পর্যায়ে চলে যায়।

জেলেনস্কির দিকে আঙ্গুল তুলে ট্রাম্প বলেন, ‘বলার বা নির্দেশ করার কোনো অবস্থানে আপনি নেই। আপনি কি করছেন মনে রাখবেন।আমরা বুঝতে পারি  নির্দেশ দেওয়ার মতো  আপনি কোন অবস্থানে নেই।  আপনি তাস খেলছেন। আপনি লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ  নিয়ে জুয়া খেলছেন।  আপনি যা করছেন তা দেশের জন্য খুবই অসম্মানজনক। এই দেশটি আপনাকে সমর্থন করেছিল।  

ট্রাম্পের একথায় আর যেন সহ্য করতে পারছিলেন না জেলেনস্কি। বৈঠকে জেলেনস্কিকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিলে মেজাজ হারিয়ে ট্রাম্পের সামনেই বলে  ফেললেন, ‘রাশিয়া আমাদের অঞ্চল দখল করে নিয়েছে, সাধারণ মানুষদের হত্যা করছে, শিশুদের অপহরণ করছে। এত কিছুর পরেও আপনি বাস্তববাদী হতে বলেন?"

এই বাগ-বিতণ্ডার পর, ট্রাম্প তার মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে আলাদা রুমে চলে যান, যেখানে তিনি জেলেনস্কির আচরণ নিয়ে আলোচনা করেন এবং তাকে অসম্মানিত বোধ করার কথা জানান।  ট্রাম্পের নির্দেশে, জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে বের হয়ে যেতে বলা হয়, এমনকি তাকে দুপুরের খাবার না খাইয়েই চলে যেতে বলেন। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনের যে প্রচলন এতদিন ধরে চলে আসছিলো, এই প্রথমবার তার ব্যতিক্রম ঘটলো।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন