আন্তর্জাতিক

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৭

ছবি: সংগৃহীত

বলিভিয়ার পোটোসি অঞ্চলে দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে  অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (০১ মার্চ) সকাল ৭টায় উয়ুনি ও কোলচানি শহরের মধ্যেবর্তী রুটে এই দুর্ঘটনা ঘটে।

পোটোসি বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে ৩৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সদস্যরা হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বাস হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়ে। এতে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখেছিলেন। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। দুই বাসের সংঘর্ষের বিস্তারিত কারণও জানা যায়নি।

দুই বাসের একটি ওরুরো শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, সেখানে এই সপ্তাহান্তে লাতিন আমেরিকার অন্যতম বড় উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই উৎসবে প্রতিবছর হাজার হাজার মানুষ অংশ নেয়।

বলিভিয়ার পাহাড়ি পথে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশটির এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে প্রতি বছর গড়ে ১,৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন