রমজানে গাজায় যুদ্ধবিরতি বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরাইলের সমর্থন
পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসবের সময় সাময়িক যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল। রোববার (২ মার্চ) ভোরে এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন।
এই প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি আরও এক মাস বাড়ানোর মাধ্যমে, সব বন্দিকে মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরাইল সমর্থন দিয়েছে, এবং ইসরাইল চায় হামাসের সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করতে।
তবে হামাসের দাবি, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া গাজায় শান্তিস্থাপন সম্ভব হবে না। ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহণযোগ্য।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে উইটকফের প্রস্তাবের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
হামাসের জানায়, ইসরাইল শুধু বন্দি উদ্ধারের কৌশল নিয়েই ভাবছে, তারা যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা এড়িয়ে যাচ্ছে। তারা ইসরাইলের দেয়া নতুন কোনো নিয়ম মানবে না।
হামাস আরও জানায়, মূলত দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির চুক্তি না করে, নতুন বন্দি বিনিময়ের শর্তে প্রথম ধাপের মেয়াদ বাড়াতে চায় তেল আবিব।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির বর্তমান কাঠামো বাড়ানো সম্ভব হলে তা করা হবে, কিন্তু নতুন কোনো শর্ত তারা মানবে না। চুক্তি কার্যকর না হলে যেকোনো সময় পুনরায় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ।
এমএ//