আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, আকাশে ছড়িয়ে বৃষ্টির অভিসার

নীল আকাশে ভাসমান সাদা মেঘ, বাতাসে বসন্তের পরশ—তবুও প্রকৃতির খেয়ালে বদলে যেতে পারে আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের মাঝে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

রোববার (০২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা স্বাভাবিক লঘুচাপের ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৩ মার্চ) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (৪ মার্চ) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে, যা বসন্তের এই সময়ে শীতের হালকা আমেজ ফিরিয়ে আনতে পারে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন