বাংলাদেশ

রমজানে কারা বন্দিদের সেহরি ও ইফতারে যা থাকছে

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ ইফতার ও সেহরির আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের ১৭ কারাগারের বন্দিরা সেহরিতে পাবেন গরম খাবার, থাকবে ইফতারের ব্যবস্থা।

শনিবার (১ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

ঢাকা বিভাগের আওতাভুক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগারে রোজাদার বন্দিদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা থাকবে।

মো. জাহাঙ্গীর কবির জানান, কারাগারে যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হবে গরম খাবার। এ ছাড়া ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। পাশাপাশি প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা থাকবে। 

তিনি বলেন, সেহরির আগে রান্না করে বন্দিদের গরম সেহরি পরিবেশন করা হবে। তাছাড়া কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। 

এছাড়া কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়,  দেশের সকল কারাগারেই যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য কারাগার থেকে দেওয়া হবে সেহরি ও ইফতার।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন