যুক্তরাষ্ট্রে অপমানিত হলেও ব্রিটেনে সম্বর্ধিত জেলেনস্কি; ২২৬ কোটি পাউন্ডের চুক্তি

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোন্ল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অপমানিত ও বিব্রত হলেও যুক্তরাজ্য সফরে গিয়ে উষ্ণ সম্বর্ধনা পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বেশ অপমানিত হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উষ্ণ সম্বর্ধনা দিয়েছে যুক্তরাজ্য।
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাগ্বিতণ্ডার পর কোনো চুক্তি সই না করেই যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এসেছেন জেলেনস্কি।এরইমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘যুক্তরাজ্যের জনগণ এগিয়ে আসছে, দেখাতে চাইছে তারা আপনাকে কতটা সমর্থন করে, তারা ইউক্রেনকে কতটা সমর্থন করে। যতদিন প্রয়োজন পড়বে, আমরা তত দিন আপনার এবং ইউক্রেনের পাশে আছি।’
জবাবে জেলেনস্কি বলেন, যুদ্ধের একেবারে শুরু থেকে আমাদের বৃহৎ সমর্থন দিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।
বৈঠক শেষে ২২৬ কোটি পাউন্ডের একটি চুক্তি সই করেন স্টারমার ও জেলেনস্কি। রাশিয়ার আটকে রাখা সম্পদগুলোর লাভের অর্থ দিয়ে এই ঋণ পরিশোধ করা হবে।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে স্টারমার জানান, ইউক্রেনে সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী তারা দু’জনেই। এটি ইউক্রেনের জন্য তো বটেই, ব্রিটেন তথা গোটা ইউরোপের জন্যই জরুরি।
এমআর//