রোজা রেখে অনুশীলনে লামিনে ইয়ামাল
রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছিলেন বার্সেলোনার ফুটবলাররা। ট্রেইনিংয়ে পানি পানের বিরতি দেওয়া হলে লামিনে ইয়ামালকে দেখা যায় সবার থেকে দূরে অবস্থান করছেন।
দলের সবই যখন পানি পানে ব্যস্ত, তখন তৃষ্ণা নিবারণের উপভোগ্য দৃশ্য এড়াতে রোজাদার ইয়ামাল ধৈর্য ও সংযমের পরীক্ষা দিচ্ছিলেন আল্লাহর কাছে। তৃষ্ণা ভুলে থাকতে এ সময় স্প্যানিশ এই ফরোয়ার্ডকে দেখা যায় একা একটি ফুটবল নিয়ে অনুশীলন করছেন।
রোজা রেখে ইয়ামালের করা অনুশীলনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
লা লিগায় বাংলাদেশ সময় আজ রোববার রাত ৯ টা ১৫ মিনিটে রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে কাতালুনিয়ান ক্লাবটি।
গতকাল শনিবার রাতে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাই হ্যান্সি ফ্লিকের দলের কাছে এসেছে টেবিলের শীর্ষে উঠার সুযোগ।