ইসরাইলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি
ট্রাম্পকে মহান বন্ধু হিসেবে আখ্যায়িত করলো নেতানিয়াহু

ইসরাইলে গোলাবারুদ বিক্রিতে সম্মতি দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৩ মার্চ) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পকে ‘মহান বন্ধু’ হিসেবে আখ্যায়িত করে নেতানিয়াহু বলেন, এসব গোলাবারুদ দিয়ে ইরান, দেশটির প্রক্সি গোষ্ঠী ও মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।
ইসরাইলের কাছে আরও ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সরঞ্জামের মধ্যে আছে বিপুল পরিমাণ গোলাবারুদ, বুলডোজার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গেলো শুক্রবার এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। তেল আবিবের কাছে ২ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারের বোমার খোল ও ওয়ারহেড, ৬৭৫ দশমিক ৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমার খোল ও নির্দেশনা কিট এবং ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে।
এনএস/