৯৯টি বেত্রাঘাতের ভয়ে খেলতে গেলেন না রোনালদো

আল নাসরের হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ইরানের ক্লাব পারসেপোলিসের বিপক্ষে খেলতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে পর্তুগিজ তারকা শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরেন ও চুমু খান। ফাতেমেহ হাম্মামি নাসরবাদি নামে সেই চিত্রশিল্পী পা দিয়ে রোনালদোর ছবি একেছিলেন।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার বলছে, ইরানের আইন অনুসারে রোনালদোর ওই ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে গণ্য হয়। যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত বা দোররা। সেই ঘটনায় শাস্তি পেতে পারেন এই ভয়ে ইরানি আরেক ক্লাব ইসতেগলালের বিপক্ষে খেলতে দেশটিতে যাচ্ছেন না রোনালদো। যদিও মার্কা এই তথ্যের কোন সূত্র উল্লেখ করেনি।
আজ সোমবার রাতে ইসতেগলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। ম্যাচটির জন্য সৌদি ক্লাবটির দলে রাখা হয়নি রোনালদোকে।
মার্কার খবরে আরও বলা হয়েছে ম্যাচটি নিরপেক্ষ ভ্যানুতে আয়োজনের জন্য এফসির কাছে অনুরোধ করেছিলো আল নাসর। তবে তবে সংস্থাটি তাতে রাজি হয়নি।
আল নাসর কোচ স্টেফানো পিওলি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, রোনালদো শারীরিক সমস্যায় ভুগছেন। তাই ঝুঁকি না নিতে ইসতেগলালের বিপক্ষে ম্যাচে বাইরে রাখা হয়েছে রোনালদোকে।