পাকিস্তানে আফগান কমান্ডারসহ ১৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে এক আফগান কমান্ডারসহ ১৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
নিরাপত্তাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কালায় এলাকায় গেলো ২৮ ফেব্রুয়ারি এই অভিযান চালায়। এতে মারা যায় ১৪ জন। নিহতের মধ্যে মুজিবুর রহমান মনসুর নামে এক আফগান কমান্ডার আছেন।
সূত্র বলছে, নিহত আফগান কমান্ডার মুজিবুর আফগানিস্তানের ময়দান ওয়ারডক প্রদেশের দান্ডার গ্রামের বাসিন্দা। তিনি দেশটির ন্যাশনাল মিলিটারি একাডেমির একজন কমান্ডার।
এর আগে, ৩০ জানুয়ারি ডেরা ইসমাইল খান এলাকায় পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর হাতে বদরুদ্দিন নামে আরও এক আফগান কমান্ডার নিহত হন।
এনএস/