খেলাধুলা

তুরস্কের বিপক্ষে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের

ছবি: সংগৃহীত

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের। এর আগে দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন রোনালদোপুত্র

তুরস্কের বিপক্ষে অনূর্ধ্ব-১৬ ফেডারেশনস কাপে বদলি হিসেবে নামেন মাত্র কয়েক মিনিটের জন্য ১৫ বছর বয়সী এই উইঙ্গার। যদিও গোল পাননি তিনি, তবে দলের জয়ে ছিলেন অংশীদার। ম্যাচে পর্তুগালের পক্ষে গোল করেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেস ও এসসি ব্রাগার রাফায়েল কাব্রাল। ২-০ গোলের জয়ে তুরস্ককে পরাজিত করে পর্তুগাল

ক্রিশ্চিয়ানিহো নামে পরিচিত রোনালদো জুনিয়র এর আগেও জাতীয় পর্যায়ে নজর কাড়েন। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করে আলোচনায় আসেন তিনি

ছোটবেলা থেকেই বাবার মতো ফুটবলের প্রতি অনুরাগী এই কিশোরের খেলার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর এর একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন, ঠিক যেমন একসময় তার বাবা শুরু করেছিলেন নিজের কিংবদন্তি যাত্রা

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন