বাবার পথ ধরে পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদো জুনিয়র

ক্রিস্টিয়ানো রোনালদের ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ডাক পেয়েছেন পর্তুগালের বয়সভিত্তিক দলে। তিনি প্রথমবারের মতো বয়সভিত্তিক দলে সুযোগ পেলেন। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে ক্রিস্টিয়ানো জুনিয়রের।
রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলা হয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। এরপর রোনালদো জুভেন্টাসে গেলে, সেখানের একাডেমিতেও খেলেছেন জুনিয়র। ম্যানচেস্টার ইউনাইটেডের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। তার ছেলেও হেঁটেছেন একই পথে।
এখন ক্রিস্টিয়ানো জুনিয়র খেলছেন আল নাসরের একাডেমিতে। সেখানে ভালো পারফরম্যান্স করায় পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেলেন। রোনালদো জুনিয়র পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়েও ফুটবল খেলতে পারবেন।
ছেলে বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছেন, এতে খুশি তার বাবা। এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।‘
এমএইচ//