বিয়েবাড়িতে রুটি নিয়ে সংঘর্ষে ২ কিশোর নিহত

ভারতের উত্তর প্রদেশের আমেঠির এক বিয়েবাড়িতে তন্দুর রুটি কে আগে খাবে- এ নিয়ে দুই কিশোরের মধ্যে শুরু হওয়া কথা-কাটাকাটি শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে মৃত্যু হয়েছে দুজনেরই।
মঙ্গলবার (০৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মে আমেঠির এক গ্রামে বিয়ের অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহতরা হলেন রবি কুমার ওরফে কাল্লু (১৮) এবং এক ১৭ বছরের কিশোর।
স্থানীয়রা জানান, খাবারের লাইনে দাঁড়িয়ে দুই কিশোরের মধ্যে তন্দুর রুটি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। ধীরে ধীরে তা হাতাহাতি, আর শেষে লাঠিপেটায় গড়ায়। এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়, আর কাল্লুর মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।
বিয়ের আয়োজক রামজীবন বর্মা বলেন, ‘সবাই ব্যস্ত, এমন সময় খবর এল দুই ছেলের মধ্যে মারামারি হচ্ছে। গিয়ে দেখি দুজনই রক্তাক্ত। ভাবতেই পারি না, এক টুকরো রুটির জন্য দুটো প্রাণ ঝরে যাবে!’
গৈরিগঞ্জ সার্কেলের পুলিশ কর্মকর্তা আখিলেশ বর্মা জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দায়ের করা হয়েছে প্রাথমিক অভিযোগপত্র (এফআইআর)। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনিব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের মতে, ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা ছড়ানো এ অঞ্চলে নতুন নয়। তবে খাবারের লাইনে দাঁড়িয়ে প্রাণহানির ঘটনা আগে কখনো শোনা যায়নি। সাম্প্রতিক কয়েক বছরে উত্তরপ্রদেশে সামাজিক অনুষ্ঠান ঘিরে বিবাদে হত্যা ও আহত হওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।
এসি//