ঢাবির অধিভুক্ত থাকছে না সাত কলেজ

রাজধানীর সরকারি সাত কলেজের সব ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরিয়ে নেয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাত কলেজের কার্যক্রম পরিচালিত হবে ইউজিসি-কলেজ অধ্যক্ষের নেতৃত্বে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত এ কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে
সোমবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ঢাবি উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, খুব দ্রুততম সময়ের মধ্যেই ঢাবির সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দেয়া হলো। এসব কলেজের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ওই কাঠামোর নাম দেওয়া হয়েছে, ‘নজরদারি সংস্থা’। সংস্থার দায়িত্বে থাকবেন ইউজিসির একজন সদস্য। সাত কলেজের একজন অধ্যক্ষ সংস্থাটির পরিচালকের দায়িত্ব পালন করবেন।
প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির রেজিস্ট্রার দপ্তর মনোনীত কর্মকর্তা, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মনোনীত কর্মকর্তা, অর্থ ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট শাখার মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।
এছাড়া ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের ভর্তি কার্যক্রম অনলাইন ভর্তি কমিটির মাধ্যমে পরিচালিত হবে। এসব কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে এই কাঠামো বলে জানিয়েছে সরকার।
গত, গত ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ ইউজিসি থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইউজিসির প্রস্তাবনা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।
সুপারিশ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধি সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামো থাকবে যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
এতে বলা হয়, একটি সনদপ্রাপ্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়/সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এই সাময়িক কাঠামো সাতটি কলেজের দায়িত্ব পালন করবে; কাঠামোর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কোন উপযুক্ত কার্যালয় (যে কলেজ থেকে পরিচালক মনোনীত হবেন) থেকে পরিচালিত হবে; এই কাঠামোর অধীনে সকল হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আলাদা ব্যাংক অ্যাকাউন্টে পরিচালিত হবে।
এর আগে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে আলাদা করতে ১৩ সদস্যের কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে কাজ করতে বলা হয়।
আই/এ