সাত কলেজের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা
রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ গঠনের আইনের খসড়া আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদে উত্থাপিত হতে যাচ্ছে। এই সিদ্ধান্তকে ঘিরে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, আজ যদি খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন পায়, তবে তারা বড় পরিসরে বিজয় মিছিল করবেন। আর অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব বা প্রতিবন্ধকতা তৈরি হলে, কঠোর কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় নামবেন তারা।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাঈম হাওলাদার বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীরা জানতে পেরেছেন যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ উপদেষ্টা পরিষদে উত্থাপনের জন্য প্রস্তুত রয়েছে।
এই উপলক্ষে আজ বেলা ১১টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে ‘অধ্যাদেশ মঞ্চে’ শিক্ষার্থী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। অনুমোদনের খবর এলে সমাবেশটি সঙ্গে সঙ্গে বিজয় মিছিলে রূপ নেবে, যা ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকেই শুরু হবে। তবে আইন অনুমোদনে জটিলতা দেখা দিলে সেখান থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অথবা সচিবালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করা হবে।
নাঈম হাওলাদার বলেন, সরকারের অবস্থান ইতিবাচক হলে আজকের কর্মসূচি হবে আনন্দমুখর। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, সাত কলেজকে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার দাবিতে গেল সোমবার (১৯ জানুয়ারি) থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়, যার চূড়ান্ত পর্ব হিসেবে আজকের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এমএ//