শুষ্ক আবহাওয়ার মাঝে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আকাশের বুকে ভাসছে হালকা মেঘের রেখা, বাতাসে লেগেছে ঋতুর বদলের আভাস। দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ স্থির হয়ে আছে, জানান দিচ্ছে আবহাওয়ার এক নতুন ছন্দের।
মঙ্গলবার (০৪ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, তবে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা খুব একটা বদলাবে না, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস বলছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
মার্চের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসেছে আরও কিছু ইঙ্গিত— এই মাসে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকবে, আর বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও নেই।
তবে সময়ের স্রোতে বদলাবে দিনের উষ্ণতা। ধাপে ধাপে বাড়বে গরমের দাপট, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়ে যেতে পারে এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ।
এছাড়া মার্চের আকাশে দেখা দিতে পারে বজ্রের তীব্র গর্জন, হতে পারে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা-মাঝারি ঝড়। আর একদিনের জন্য হলেও তীব্র কালবৈশাখির দাপট জানান দিতে পারে নিজের অস্তিত্ব।
এসি//