চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বি আজ
একই শহরের পাশাপাশি দুটি ক্লাব। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ লড়বে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাটিতে ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি।
মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এই মৌসুমে লা লিগায় ইতোমধ্যে দুইবার মুখোমুখি হয়েছে রিয়াল ও আতলেতিকো। দুটি ম্যাচই শেষ হয়েছে ১-১ সমতায়। চ্যাম্পিয়ন্স লিগে তাদের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রিয়াল মাদ্রিদের দাপট বেশি।
২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে আতলেতিকোকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় রিয়াল। ২০১৫ সালে কোয়ার্টার-ফাইনাল ও ২০১৭ সালে সেমি-ফাইনাল থেকেও আতলেতিকোকে বিদায় করে দেয় লস ব্লাঙ্কোসরা।