বিনোদন

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন রুক্মিণী

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমা `বিনোদিনী' আন্তর্জাতিক মঞ্চে দারুণ সাফল্য পেয়েছে।  সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় তিনটি পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমা। দর্শকদের ভালোবাসার প্রতিফলন হিসেবে সিনেমাটি পেয়েছে অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড।

এছাড়াছবির প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। একই সাথে রামকমল মুখার্জী এই সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন।

নটী বিনোদিনীর গান প্রকাশ্যে, রুক্মিণী বুঝিয়ে দিলেন কে বিনোদিনী

পুরস্কার পাওয়ার পর পরিচালক গণমাধ্যমকে বলেন, ফ্লোরিডায় হাউজফুল শো হয়েছে এবং তিনটি পুরস্কার জিতেছিএটা সত্যিই অভাবনীয় ‘দর্শকদের ভালোবাসার পর আন্তর্জাতিকভাবে এমন সম্মান পাওয়াটা সত্যিই গর্বের।

তিনি আরও বলেন, ‘রুক্মিণীসহ পুরো টিম প্রচণ্ড পরিশ্রম করেছে। সিনেমার কস্টিউম ও সিনেমাটোগ্রাফিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।  

অন্যদিকে, বিনোদিনীর পর এবার নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত রামকমল মুখার্জী।  তার পরবর্তী বাংলা সিনেমা “লক্ষ্মীকান্তপুর লোকাল” শিগগিরই মুক্তি পেতে চলেছে।  নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেনআমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।  বিনোদিনীর থেকেও একেবারে ভিন্ন রকমের একটি সিনেমা।’

বিনোদিনী সিনেমাটি বিখ্যাত থিয়েটার অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবন কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে।  সিনেমায় রুক্মিণী মৈত্রের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। এবার আন্তর্জাতিক স্বীকৃতির পরবাংলা সিনেমার এই সাফল্যকে আরও বড় পরিসরে উদযাপন করছে টালিউড

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন