আন্তর্জাতিক

ইউরোপের নিরাপত্তায় তুরষ্কের গুরুত্ব তুলে ধরলেন এরদোয়ান

তুরষ্কের প্রেসিডেন্ট রিসেফ তায়িফ এরদোয়ান ছবি: সংগৃহীত

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয়। আর ইউরোপের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তুরস্ক তার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের প্রক্রিয়াকে ‘কৌশলগত অগ্রাধিকার’ হিসেবে দেখে। 

সোমবার(৩ মার্চে) রাজধানী আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এসব কথা বলেন। 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ককে তার ন্যায্য স্থান না দিয়ে ইউরোপের ‘গ্লোবাল অ্যাক্টর’ হিসেবে চালিয়ে নেওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। 

তুরস্কের অবস্থান সম্পর্কে ইউরোপকে সচেতন থাকতে হবে উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা আশা করি, আমাদের ইউরোপীয় বন্ধুরা এই বাস্তবতার মুখোমুখি হবে এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পূর্ণ সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নেবে।

এরদোগান বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন একটি ইসলামী দেশ থাকা কেবল একটি প্রয়োজনীয়তা নয় বরং একটি বাধ্যবাধকতা। ’

ইসলামোফোবিয়া, অভিবাসীবিরোধী মনোভাব এবং বাণিজ্য যুদ্ধ নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে এরদোগান বলেন, এই আদর্শ জঙ্গলের আইনের পথ প্রশস্ত করে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন