রেখা ও অভিষেকের আবেগঘন মুহুর্ত নিয়ে তোলপাড়

বলিউডে একসময়ের আলোচিত সম্পর্ক ছিল অমিতাভ বচ্চন ও রেখার। যদিও সেই সম্পর্ক কখনো পরিণতি পায়নি, তবুও তাদের নিয়ে গুঞ্জন থেমে থাকে নি। অমিতাভ জয়া বচ্চঙ্কে বিয়ে করার পর থেকেই রেখা-অমিতাভ জুটি একে অপরকে এড়িয়ে চলেন।
তবে বচ্চন পরিবারের সঙ্গে রেখার সম্পর্ক খুব একটা শ্রুতিমধুর নয়। তবে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে রেখার দারুণ সম্পর্ক রয়েছে। কিন্তু অভিষেক বচ্চনের সাথে তাকে খুব একটা মিশতে দেখা যায়নি।
কিন্তু সম্প্রতি এক পার্টিতে সকলের ধারনা মুহূর্তে পাল্টে দেয় রেখা-অভিশেক। মঞ্চে থাকা অভিষেককে দেখে রেখা এগিয়ে যান এবং তাকে জড়িয়ে ধরেন। দুজন কিছুক্ষণ কথা বলেন, কুশল বিনিময় করেন, তারপর যার যার মতো মঞ্চ ছেড়ে চলে যান।
এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হন। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি ছিল শুধুই সৌজন্যমূলক এক মিষ্মুটি মুহূর্ত, আবার কেউ কেউ মনে করছেন এর পেছনে লুকিয়ে আছে পুরনো সেই সম্পর্কের আভাস। তবে যা-ই হোক না কেনো রেখা ও অভিষেকের এই মুহূর্তটি বলিউডে নতুন করে কৌতূহলের তৈরি করছে বলিপাড়ায় ।
এসকে//