ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে অলআউট করলো ভারত

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করেছে ভারত। অর্থাৎ ফাইনালে যেতে ২৬৫ রান দরকার রোহিত শর্মার দলের। 

মঙ্গলবার (৪ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। ৯ বল খেলে খালি হাতে ফেরেন কোপার কনোলি 

এরপর স্টিভেন স্মিথকে নিয়ে রান তুলতে থাকে টাভিস হেড। তবে ৩৩ বলে ৩৯ রান করে আউট হন তিনি। তিনে নামা লাবুশেন আউট হন ৩৬ বলে ২৯ রান করে। ১২ বলে ১১ রান করেন জস ইংলিশ।

৬৮ বলে ফিফটি তুলে ৯৬ বলে ৭৩ রান করে বোল্ড আউট হন অজি অধিনায়ক স্মিথ। ৫ বলে ৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।  

ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন অ্যালেক্স ক্যারি। ৪৮ বলে ফিফটি তুলে নেন তিনি। ৪৮তম ওভারে এই উইকেটরক্ষক ব্যাটার রান আউট হবার আগে করেন ৫৭ বলে  ৬১ রান।

শেষ দিকে বেন ডারশুইস ৭, নাথান ইলস ১০ এবং ৭ রান করে অ্যাডম জাম্পা আউট হলে ৩ বল হাতে থাকতে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৩ টি,  বরুণ চক্রবর্তী ও রবিন্দ্র জাদেজা ২টি আর হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল নেন একটি করে উইকেট।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন