দেশের প্রথম ম্রো ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে

আগামীকাল ৫ মার্চ, ক্যামব্রিজ সময় দুপুর ২:৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যাম্ব্রিজের আয়োজনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
৬৭ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি ২০২৩ সালে মুক্তি পায় এবং ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও এটি সাড়া ফেলছে। এর আগে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ও স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরাতেও ছবিটি দেখানো হয়েছে।
পরিচালক এসকে শুভ সাদিক এই চলচ্চিত্রকে শুধুমাত্র একটা সিনেমা হিসেবে নয়, বরং একটি আন্দোলন হিসেবে দেখছেন। তিনি বলেন, "এটি শুধু একটি চলচ্চিত্র নয়; এটি একপ্রকার ঘোষণাপত্র, একটি প্রতিরোধ, একটি প্রমাণ যে সিনেমা কোনো কর্পোরেশন বা বিনিয়োগকারীদের সম্পত্তি নয়। এটি তাদের যারা সাহস করে নিজেদের গল্প বলে।খুব সীমিত বাজেটে আমরা কাজ করেছি,কিন্তু সকলকে দেখিয়ে দিয়েছি, সিনেমার আসল শক্তি টাকা নয় বরং, তার গল্প এবং বার্তায় ফুটে ওঠে।
এখন প্রযুক্তি আমাদের হাতের নাগালে তাই আর পুরনো নিয়ম মানার দরকার নেই। সময় এসেছে নতুনভাবে গল্প বলার,বাঁধাধরা নিয়মের বাইরে গিয়েও সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।
এসকে//