আন্তর্জাতিক

ভারতীয় পণ্যের ওপর শতভাগ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

ভারতসহ আরও বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসছে ২ এপ্রিল থেকেই এসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ হবে বলেও তিনি জানান।  

স্থানীয় সময় মঙ্গলবার ( ৪মার্চ) রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। গ্যালো জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই কংগ্রেসে তার প্রথম ভাষণ। বুধবার(৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এতথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়ছে না ভারত। এসময় পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণাও করেন তিনি। শুধু তাই নয়, কবে থেকে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ হবে, সেই তারিখও জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন, “দীর্ঘদিন ধরে অন্যান্য দেশ আমাদের ওপর শুল্ক চাপিয়ে আসছে, এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অসংখ্য অন্যান্য দেশ আমাদের ওপর যত বেশি শুল্ক আরোপ করে, আমরাও তত শুল্ক আরোপ করব।”

এরপরই আলাদা করে ভারতের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। এই ব্যবস্থা আমেরিকার প্রতি ন্যায্য নয়, কখনোই ছিলও না।”

ট্রাম্পের ঘোষণা, আমরা আগামী ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করব। আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে কার্যকর করতে। কিন্তু অনেকে ভাবতে পারেন, আমি এপ্রিল ফুল করছি। তাই ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব।” ট্রাম্প তার ভাষণে আরও বলেন, "আমরা পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে এক সেকেন্ডের জন্যও পিছপা হব না।" তার কথায়, যে দেশ মার্কিন পণ্যের ওপর যত বেশি শুল্ক চাপাবে, আমেরিকাও সেই দেশের পণ্যের ওপর তত শুল্ক বসাবে।

অভিষেকের বছর ছাড়া অন্যান্য বছরে এই ভাষণকে সাধারণত “স্টেট অব দ্য ইউনিয়ন” বলে অভিহিত করা হয়ে থাকে। মঙ্গলবার রাতের এই ভাষণেই ভারতসহ অন্যান্য দেশের ওপর পাল্টা আমদানি শুল্ক আদায়ের কথা ঘোষণা করেন তিনি।

 

ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলোর ওপর পাল্টা শুল্ক আরোপের কথা বলেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন