ঢাবি আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসি সহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন।
বুধবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ঢাকা না রংপুর, রংপুর, রংপুর; ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা, ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী; ঢাবি না রাবি, রাবি, রাবি, স্লোগান দেন। আন্দোলনকারীরা আরও বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীকতা থেকে মুক্তি দিতে হবে।
রেললাইন অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং সাধারণ যাত্রীরা চরম সিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা এ আধিপত্য মানি না। আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পূর্ণগঠন চাই।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রেললাইন অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।
রেল বিভাগ জানিয়েছে, দুপুর দুইটার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোন ট্রেন নেই। তার আগে অবরোধ শেষ হলে কোন ধরনের প্রতিবন্ধকতা হবে না।
এর আগে মঙ্গলবার (০৪ মার্চ) দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এসি//