রদ্রিগোর গোলের আলো কাড়লেন আলভারেজ

মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো থ্রু পাস ক্ষিপ্র গতিতে জাভি গ্যালানকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকেন রদ্রিগো।
বক্সে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিফেন্ডারদের অকেজো বানিয়ে বাঁ পায়ে দূরের পোস্টে শট নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আটকানোর কোনো সুযোগই পাননি আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ও’ব্লাক।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে এমন একটি গোল দেখে দর্শকদের হয়তো মনে হয়েছে মাদ্রিদ ডার্বিতে সব থেকে সুন্দর গোল দেখে ফেলেছে। কিন্তু ৩২তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বা দিক দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে শট নেন হুলিয়ান আলভারেজ। সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ।
ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ফরোয়ার্ডের দৃষ্টিনন্দন গোলে ম্যাচ যখন সমতায় তখন ব্যবধান গড়েন ব্রাহিম দিয়াজ। ৫৫ মিনিটে মেন্দির কাছ থেকে বল পেয়ে আতলেতিকোর ৫ ডিফেন্ডারকে অকেজো বানিয়ে দূরের পোস্টে শট নেন দিয়াজ। সৌন্দর্যের দিক থেকে এই মোরাক্কনের গোলটি হার মানিয়েছে আগের দুটি গোল।
শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে শেষ হয় রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে লড়াই।
আগামী বুধবার মেত্রোপলিতানোয় মাঠে গড়াবে দ্বিতীয় লেগ।