দেশজুড়ে

রোহিঙ্গাদের খাবার বরাদ্দ অর্ধেকের বেশি কমালো জাতিসংঘ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাবার বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ।  বুধবার (৬ মার্চ) সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) লিখিতভাবে বাংলাদেশকে এ কথা জানিয়েছে।

ডব্লিউএফপি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমানকে দেয়া চিঠিতে জানিয়েছে, সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে রোহিঙ্গারা রেশন হিসেবে মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবেন।

মিজানুর রহমান বলেন, ডব্লিউএফপি জানিয়েছেন তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে, কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। তাই তহবিলের ঘাটতির কারণে রোহিঙ্গারা মাথাপিছু ১২ ডলারের পরিবর্তে ৬ ডলার পাবেন।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব এসে পড়েছে রোহিঙ্গাদের ওপর। কারণ, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির অর্থসহায়তার প্রায় ৮০ শতাংশের জোগান আসত যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন