‘যে কারও থেকে আমি আপনাকে বেশি মিস করব’, মুশফিককে নিয়ে হৃদয়

টি-টোয়েন্টি ক্রিকেটের পর ওডিআই ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। অনেকেই যারা ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এবং এখন যারা নতুন বা তরুণ- তাদের ‘আইডল’ হিসেবে মুশফিকের নাম শোনা যায়।
মুশফিকের অবসর ঘোষণার পর জাতীয় দলের সতীর্থরা তাদের অনুভূতি জানিয়ে যাচ্ছেন। যেখানে তাওহিদ হৃদয় একটি হৃদয় নিঙরে দেওয়া পোস্ট করেছেন। মুশফিকের জেলা শহর বগুড়ার ছেলে হৃদয়।
হৃদয় লিখেছেন, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআই -এর আন্তর্জাতিক ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা:- আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়!!
এরকম লাখো ছেলেদের আইডল আপনি, যার জন্য আমার মতন অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতো দিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতোটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না।
Though I am speechless, shocked, still happy retirement my idol Mushfiqur Rahim. I will miss you more than anyone and anything.’
মুশফিকের সঙ্গে লম্বা সময় ধরে খেলছেন সৌম্য সরকার। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ড্রেসিংরুমের স্মৃতিগুলো স্মরণ করব। বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়ায় আপনাকে ধন্যবাদ।’
জাতীয় দলের এখন নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি লিখেছেন, ‘ক্রিকেটের প্রতি আপনার আবেগ, নিষ্ঠা ও লড়াকু মনমানসিকতা শুধু আমার জন্য নয়, বরং দেশের প্রতিটি ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণার। শৈশবে টিভি স্ক্রিনে আপনাকে দেখে বড় হওয়া, ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মানো এবং পরবর্তী সময় আপনার সাথেই জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য অনেক বড় একটি অর্জন। সবকিছুর জন্য ধন্যবাদ প্রিয় মুশফিকুর রহিম ভাই।’
জাতীয় দলের অন্যতম সদস্য তাসকিন আহমেদ লিখেছেন, ‘একটি যুগের অবসান! মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার প্যাশন, নিবেদন এবং লড়াকু মানসিকতা আমাদের জন্য প্রেরণার। আপনার সঙ্গে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সম্মানের। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা। আপনার লিগ্যাসী চিরকালীন।‘
পেসার শরীফুল ইসলাম লিখেছেন, ‘শুভ অবসর মুশফিকুর রহিম ভাই...আপনি আমার কাছে একজন অনুপ্রেরণার নাম। আমি যখন বোলিং প্রান্তে থাকি আপনি কিপিং প্রান্তে, সেই মুহূর্তটা মিস করব, সেই সময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেলিভারি করার জন্য সেটা অসাধারণ। আমার কাছে আপনি সব সময়ই সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’
উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক লিখেছেন, ‘খুব মিস করব ভাই।’
মুশফিকুর রহিমের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালে। ১৯ বছরের ক্যারিয়ারে ২৭৪ টি ওয়ানডে খেলেছেন। যেখানে ৯ টি সেঞ্চুরি, ৪৯ টি ফিফটিতে সংগ্রহ করেছেন ৭ হাজার ৭৯৫ রান।
এমএইচ//