ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

সামরিক সহায়তা বন্ধের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে রুশ বাহিনীর ওপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতাও অনেক কমবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বুধবার (৫ মার্চ) গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ‘এই সম্পর্কের সব দিক’ স্থগিত ও পর্যালোচনা করছে।
গেলো ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক তীব্র বাকবিতণ্ডার পর তাকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়। এরপরই সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছিলো যুক্তরাষ্ট্র।
এমএ//