খেলাধুলা

এক ভেন্যুতে খেলা হওয়ায় সুবিধা পাচ্ছে ভারত, বললেন শামি

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

ভারতীয় দল পাকিস্তানে খেলবে না বলেই দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হয়। নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে ভারত। যেখানে অন্যান্য দলগুলোকে পাকিস্তান ও দুবাই- দুই ভেন্যুতেই খেলতে হয়েছে। পাকিস্তান তাদের ম্যাচগুলো পাকিস্তানেই খেলেছে। তবে দলটি বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই।

প্রশ্ন উঠছে, ভারত বাড়তি সুবিধা পাচ্ছে কি না! এরমধ্যে দলটি ফাইনাল নিশ্চিত করেছে, তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাড়তি সুবিধার প্রশ্নে কোচ গৌতম গম্ভীর সেভাবে স্বীকার না করলেও, পেসার মোহাম্মদ শামি ঠিকই স্বীকার করেছেন। তিনি মনে করেন, দুবাইয়ে অবশ্যই সুবিধা পাচ্ছে ভারত।

ভারতীয় এই পেসার বলেন, ‘এটা অবশ্যই আমাদের সাহায্য করছে। কারণ আমরা কন্ডিশন ও পিচের অবস্থা সম্পর্কে জানি। এটা একটা প্লাস পয়েন্ট যে, আপনি এক ভেন্যুতেই সব ম্যাচ খেলছেন। আপনার অবশ্যই এখানে বেশি জানার সুযোগ থাকবে।‘

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটের জয় পাওয়ার পর এসব কথা বলেছেন শামি।

আগামী রোববার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে ভারত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন