ক্যানসার নিয়েও রোজা রাখছেন হিনা খান
দীর্ঘদিন যাবত ক্যানসারের সাথে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। ২০২৪ সালের জুন মাসে তার ক্যানসার ধরা পড়ে। জানা যায় স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি।
ক্যানসার থেকে নিয়াময় পেতে কেমোথেরাপি চলছে। তবুও থেমে নেই হিনা। কখনও হেঁটেছেন মার্জার সরণি ধরে, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে। পাশাপাশি এখন নিজের ধর্ম পালনে ব্যস্ত এই নায়িকা। নিয়ম মেনে রোজা পালন করছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই মূহুর্ত শেয়ার করেছেন হিনা খান। লিখেছেন, রমজান মুবারক।
আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।
ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করে রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা।
ক্যাপশনে লিখেছিলেন, আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করছি। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন...তোমরা সবাই কেমন আছো?