রয়টার্সকে দেওয়া নাহিদ ইসলামের সাক্ষাৎকার
এ বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হবে: নাহিদ ইসলাম

চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। বার্তাসংস্থা ‘রয়টার্স’কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ মার্চ) নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রকাশ করে রয়টার্স। যে সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের অস্থির পরিবেশকে স্বাভাবিক করাই ছিল এই সরকারের প্রধান কাজ। সেই স্বাভাবিকের মাত্রা কিছুটা পূরণ হলেও, জনগণের প্রত্যাশামতো হয়নি। এমনটি মনে করেন কিছুদিন আগেই এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, 'গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম, স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা, আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশামতো হয়নি।'
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা মিলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টি নামে গঠিত সেই দলের নেতৃত্বে রয়েছেন নাহিদ।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না, একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।'
বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের সূচি নিয়ে মিশ্র মন্তব্য রয়েছে। কোনো দল মনে করছেন দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন। কোনো দল তা মনে করছেন না। তারা মনে করেন, চলমান সংস্কারকর্ম ভালোভাবে শেষ করে তবেই নির্বাচন দেওয়া উচিত।
নাহিদ ইসলাম সাক্ষাৎকারে জানান, নির্বাচন যখনই হোক, তার জন্য প্রস্তুত থাকবে তাদের দল এনসিপি।
এদিকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়েও কথা উঠেছে রয়টার্সের সাক্ষাৎকারে। যে ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি মনে করেন নাহিদ। তিনি বলেন, 'আমরা যদি এক মাসের মধ্যে মতৈক্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা দ্রুত নির্বাচনের আহ্বান জানাতে পারব। কিন্তু এর জন্য যদি আরও সময় লাগে, তাহলে নির্বাচন বিলম্বিত হবে।'
নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নাহিদ বলেন, বাংলাদেশজুড়ে অনেক সম্পদশালী ব্যক্তি তাঁদের দলকে অর্থ দিয়ে সহায়তা করছেন। খুব শীঘ্রই নতুন কার্যালয় চালু ও সাধারণ জনগণের কাছে অর্থ সংগ্রহ বা ক্রাউডফান্ডিং করার উদ্যোগ গ্রহণ করবেন তারা।
এমএইচ//