এবার ভারতের ‘কীর্তি’ ফাঁস করার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

শুল্ক ইস্যুতে ভারতকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার(৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের এত দিনের ‘কীর্তি’ ফাঁস করে দিয়েছেন। এ বার নয়াদিল্লি শুল্ক কমাতে বাধ্য হবে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভারতের বাজারে মার্কিণ পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য দেশটির কঠোর সমালোচনা করেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত যুক্তরাষ্ট্রের ওপর অনেক শুল্ক চাপায়। ভারতে কিছু বিক্রি করা যায় না। তবে এখন তারা শুল্ক কমাতে সম্মত হয়েছে। কারণ অবশেষে কেউ অন্তত তাদের পর্দা ফাঁস করছে।’
মার্কিন প্রেসিডেন্ট এসময় উল্লেখ করেন, ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের কাছাকাছি। এই নীতিকে ‘অন্যায়’ বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।
গেলো ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে দেশটির ওপর ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন।
ওইসময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেছিলেন, সাধারণত বিশ্বের যে কোনো দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে।
এমআর//