খেলাধুলা

এপ্রিলে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

সবশেষ জিম্বাবুয়ে দল বাংলাদেশে টেস্ট খেলতে আসে ২০২০ সালে ছবি: সংগৃহীত

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে আগামী এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল।

গত বছর বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ছিল ২ ম্যাচের টেস্ট সিরিজ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টেস্ট ম্যাচ দুইটি হয়নি, বরং টি-টোয়েন্টি সিরিজ হয়েছে ৫ ম্যাচের। মূলত বাকি থাকা সেই টেস্ট দুইটি খেলতেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের কোনো টেস্ট রাখা হয়নি। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল, এরপর দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে শুরু হবে।

এর আগে সবশেষ টেস্ট খেলতে জিম্বাবুয়ে দল বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। সেবার একমাত্র ম্যাচটি ইনিংস ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন