কোহলির সঙ্গে এক দলে আইপিএল খেলতে চান আমির
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। পাকিস্তানের নাগরিক হয়ে তো তা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই ব্রিটিশ পাসপোর্ট পেতে যাচ্ছেন এই ক্রিকেটার। সেই সুবাদে আইপিএল খেলার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম ‘হারনা মান হে’তে এসব কথা জানিয়েছেন আমির।
সংবাদমাধ্যমটিতে আমির বলেছেন, ‘আগামী বছর আইপিএল খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, তবে আপিএলে আমি খেলব।‘
মূলত আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। সেখান থেকেই ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আশা রাখেন এই পাকিস্তানি ক্রিকেটার।
আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যানেঞ্জার্স বেঙ্গুলুরুতে খেলতে চান আমির। সেখানে খেলতে চাওয়ার মূল কারণ ভিরাট কোহলি। আমির বলেন, ‘ভিরাট আমাকে একটি ব্যাট উপহার দিয়েছিল। আমি তখন খুব খুশি হয়েছিলাম। কোহলির ব্যাটিংয়ের সবসময় প্রশংসা করি আর সে আমার বোলিংয়ের প্রশংসা করে। ও যে ব্যাট উপহার দিয়েছিল, সেই ব্যাটে আমার কয়েকটা ভালো ইনিংসও আছে।‘
এর আগে পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদ ব্রিটিশ পাসপোর্ট থাকার সুবাদে আইপিএল খেলেন।
এমএইচ//