ফুটবল

৩০ বছরের আগে যত, ৩০ পেরোনোর পর তত গোলই করলেন রোনালদো

একজন ফুটবলারের সোনালি সময় বলা যেতে পারে ৩০ বছর পেরনোর আগ পর্যন্ত।  বলের পেছনে ছুটতে যে শক্তি ও সামর্থ্যের প্রয়োজন হয় বয়সের ভারে তাতে ভাটা পড়তে থাকে। 

কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে প্রকৃতির এই নিয়ম যেন চলে না।  ৩০ বছরে পৌঁছানোর আগে রোনালদো ক্যারিয়ারে যতগুলো গোল করেছিলেন। ৩০ পেরনোর পর সমান সংখ্যক গোল করলেন। 

শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে একটি গোল করেন রোনালদো।  সেই গোলটি ছিলো তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম গোল।  এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ৪৬৩টি গোল করেছেন বয়স ৩০ পেরোনোর পর।  আর বাকি ৪৬৩টি গোল করেছেন ৩০ পূর্ণ হওয়ার আগে।  

ফুটবল ইতিহাসে এই বিরল রেকর্ডের মালিক কেবল রোনালদো একাই।  ৩০ পেরোনোর পর আল নাসর তারকার চেয়ে বেশি গোল আর কেউ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলের রোমারিও।

৩৭ বছর বয়সী ৮ মাস বয়সী লিওনেল মেসি ৩০ পেরোনোর পর করেছেন ২৮৭ গোল। যা রোনালদোর চেয়ে ১৭৬টি কম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন