মাগুরায় শিশু ধর্ষণ: বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে মাগুরায় আট বছর বয়সী শিশুর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিল করেন।
এসময় বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’- নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস।
প্রসঙ্গত, গেলো বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে মাগুরা সদর থানায় শিশুটির মা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
এমআর//