আন্তর্জাতিক

সিরিয়ায় চলমান সংঘাতে নিহত হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থিদের সঙ্গে সরকারি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুইদিনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে আসাদ অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর মধ্যে গেলো বৃহস্পতিবার (৬ মার্চ) সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সেখানে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৪৮ জন আসাদের অনুসারী নিহত হয়েছে বলে জানা যায়। তবে এ তথ্য সঠিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদপন্থিরা সরকারি নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তবে আসাদের অনুগতরা বলেছেন, তাদের সম্প্রদায়ের মানুষদের ওপর বিশেষ করে গ্রামীণ হোমস ও লাতাকিয়া এলাকার বাসিন্দারা সহিংসতা ও হামলার শিকার হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন