খেলাধুলা

পাকিস্তানে ম্যাচ খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো: আকরাম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে খেলতে যাবে না বলে চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলেছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। এ নিয়ে কথা উঠেছে মাঠ থেকে সুবিধা পেয়েছে তারা। এদিকে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এই ভারতীয় দলকে দেখছেন অনন্য উচ্চতায়।

দ্য ড্রেসিং রুম শোতে কথা বলতে গিয়ে আকরাম বলেন, ‘এই ভারতীয় দল পৃথিবীর যেকোনো জায়গায়তেই জিততে পারতো। হ্যাঁ, অনেক কথা হচ্ছে। তবে ভারতের বিষয়ে যখন সিদ্ধান্ত হয়েই গেছে তারা দুবাইতেই সব ম্যাচ খেলছে- এমনকি তারা যদি সব ম্যাচ পাকিস্তানেও খেলতো, সেখানেও তারা জিতে যেত।‘

এরপর তিনি বলেন, ‘তারা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, কোনো ম্যাচ না হেরেই। তারা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে একটি ম্যাচও না হেরে। যেটা তাদের ক্রিকেটের গভীরতাই প্রমাণ করে, তাদের নেতৃত্বকে প্রমাণ করে।‘

রোববার (৯ মার্চ) দুবাইতে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সেই সংগ্রহ বেশ সহজেই পেরিয়ে যায় রোহিত শর্মা ও তার দল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন