আইন-বিচার

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

রাষ্ট্রপতির স্পিকারকে শপথ পাঠ করানো কেন অসাংবিধানিক নয়, তা ব্যাখ্যা করতে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় সংসদের স্পিকারের শপথ গ্রহণে রাষ্ট্রপতির ভূমিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা এমন বিধান কেন ১৯৭২ সালের মূল সংবিধানের পরিপন্থি ঘোষণা করা হবে না এবং এই বিধান স্বেচ্ছাচারী, অসাংবিধানিক এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি হওয়ায় কেন তা বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার ও মো. রাসেল আহমেদ। আইনজীবী ওমর ফারুক জানান, হাইকোর্ট বিবাদীদেরকে আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন