খেলাধুলা

রাচিন নয়, অশ্বিনের চোখে বরুণ চক্রবর্তী টুর্নামেন্ট সেরা

বরুণ চক্রবর্তী ও শ্রেয়াস আইয়ার ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। নিউজিল্যান্ড ক্রিকেটার রাচিন রবীন্দ্র জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। রাচিনের এই পুরষ্কার জেতায় আপত্তি আছে ভারতের সাবেক অলরান্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন, টুর্নামেন্ট সেরার পুরষ্কার পাওয়া উচিত ছিল বরুণ চক্রবর্তীর।

রাচিন ৪ ম্যাচ খেলে ২৬৩ রান করেছেন। যা টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ। তার ব্যাটে ২ টি সেঞ্চুরি এসেছে। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

এদিকে বরুণ ৩ ম্যাচ খেলেই নিয়েছেন ৯ উইকেট। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে নেন তিনি।

অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘যেটাই হয়েছে… আমার দৃষ্টিতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ছিল বরুণ চক্রবর্তী। সে পুরো টুর্নামেন্ট খেলেনি। সে বড় পার্থক্য তৈরি করেছে। যদি বরুণ চক্রবর্তী সেখানে না থাকতো, আমার মনে হয় এই খেলা আরও কঠিন হয়ে যেত। তিনি সেই এক্স-ফ্যাক্টর ও নতুন ফ্যাক্টর। আমি যদি বিচারক হতাম, তবে এটা বরুণকে দিতাম। সে ছিল সবচেয়ে বড় পার্থক্য।‘ 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন