বিনোদন

প্রথমবার ইত্যাদি মঞ্চে হাবিব-প্রীতম

দীর্ঘদিন ধরে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান একসাথে কাজ করলেও তাদেরকে কখনো একসাথে গান করতে দেখা যায় নি।তবে এবার তারা ‘ইত্যাদি’ অনুষ্ঠানের ঈদ আয়োজনে একত্রিত হলেন। 

এই বিশেষ আয়োজনে হাবিব ও প্রীতম একটি গানে কণ্ঠ দিয়েছেন।গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম নিজেই। গানটি চিত্রায়িত হয়েছে একটি অত্যন্ত সুন্দর লেকঘেরা স্থানে, যেখানে প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে তারা একসঙ্গে নাচ ও গানের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন। গানটির কিছু অংশ ফাগুন নিকেতনে ধারণ করা হয়েছে।

‘ইত্যাদি’ অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পরে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে। হানিফ সংকেত রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন, এবং ফাগুন অডিও ভিশন এর নির্মাণ করেছে। অনুষ্ঠানটির স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।

হাবিব ওয়াহিদ সবসময় নতুনদের সুযোগ দিয়ে আসছেন। তার অনেক গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং সংগীতে তিনি বৈচিত্র্য এনেছেন। অপরদিকে, প্রীতম হাসান বর্তমানে দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী, যার গানে বাউল, লোক সংগীত এবং আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়। তার প্রতিটি গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এবং অভিনয়েও তিনি সফলতার সাথে নিজের জায়গা তৈরি করেছেন। ২০১২ সালে ‘ইত্যাদি’ এর বরিশাল পর্বের মাধ্যমে টিভি পর্দায় তার যাত্রা শুরু হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন