আন্তর্জাতিক

সোমালিয়ায় আবাসিক হোটেল ঘিরে রেখেছে আল শাবাব গোষ্ঠী, নিহত ৬

মধ্য সোমালিয়ার কায়রো আবাসিক হোটেলে মঙ্গলবার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। এই হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

কায়রো আবাসিক হোটেলটির অবস্থান বেলেদওয়েনে শহরে। হোটেলটিতে প্রবেশের আগে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় আল শাবাব গোষ্ঠীর সদস্যরা। বর্তমানে হোটেলটি ঘিরে রেখেছে আল শাবাব, যেখানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ব্যাপক বন্দুক যুদ্ধ চলছে।

১৯৯১ সালে সোমালিয়ার গৃহযুদ্ধের পর সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের জন্ম। গোষ্ঠীটির সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে। সোমালিয়া সরকারের সঙ্গে প্রায় ১৬ বছর ধরে লড়াই করে আসছে আল শাবাব।

শরিয়া আইন প্রতিষ্ঠার উদ্দেশ্যে গোষ্ঠীটি মাঝেমধ্যেই সোমালিয়ার সরকারী কর্মকর্তা ও নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

আল শাবাব গোষ্ঠীটি সোমালিয়া বেশকিছু এলাকা নিয়ন্ত্রণ করে। এদের মোকাবিলায় সোমালিয়া নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কাজ করছে। 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন