খেলাধুলা

ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বুমরাহ'র! শেন বন্ডের শঙ্কা প্রকাশ

পিঠের চোট নিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই ভুগছেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। সম্প্রতি নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড বুমরাহ প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, চোট আক্রান্ত একই জায়গায় যদি বুমরাহ আরেকটি চোট পায়, তবে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে সাক্ষাৎকার দিয়েছেন শেন বন্ড। সেখানেই কথা বলেছেন জাসপ্রীত বুমরাহকে নিয়ে।

বন্ড বলেন, সে পরের বিশ্বকাপ বা পরবর্তী সময়ের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি ইংল্যান্ডে আসন্ন ৫ টেস্টের দিকে তাকান- আমি হলে হয়তো তাকে ২ টি টেস্ট খেলতে দিতাম। চোট থেকে ফিরে আইপিএল খেলা, এরপর টেস্ট ম্যাচ খেলতে যাওয়া- এটা অনেক বড় ঝুঁকি। তারা (ভারতীয় ম্যানেজমেন্ট) এখন কীভাবে জিনিসটা দেখে সেটাই বিষয়।

এরপর তিনি বলেন, দেখুন আমার মনে হয় বুমরাহ ঠিকঠাকই থাকবে। তবুও এ ব্যাপারটা ম্যানেজমেন্টের দেখার কথা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন মাঠে হাজির জাসপ্রীত বুমরাহ

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। যেখানে মাঠের ক্রিকেটে থাকা হয়নি বুমরাহর। মূলত তার পিঠের ব্যথা থেকে তিনি সেরে উঠতে পারেননি। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন একই কারণে। পরবর্তীতে ২০২৩ সালে তার পিঠে অস্ত্রপোচার করা হয়।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার অপেক্ষায় আছেন বুমরাহ। ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে তিনি তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন