চৈত্রের দোরগোড়ায় খররোদ, বৃষ্টির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

দরজায় কড়া নাড়ছে চৈত্রের খররোদ, সঙ্গে তাপদাহের দাপট। বাতাস ভারী হয়ে উঠছে ভ্যাপসা গরমে, আর জনজীবন হাঁসফাঁস করছে স্বস্তির এক পশলা বৃষ্টির অপেক্ষায়। ঠিক এই সময়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিন দিন অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ মার্চ ) ও শুক্রবার (১৪ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার (১৫ মার্চ) সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এর মধ্যে বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও, শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও পটুয়াখালীতে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।