বিনোদন

রানিকে চুম্বন করতে যে কারণে অস্বস্তি হয়েছিল সাইফের

একাধিক ছবিতে নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলেছেন সাইফ আলি খান। তা সে কারিনা কপূর খানের সঙ্গে ‘কুর্বান’ হোক অথবা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রেস টু’। কিন্তু একটি চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা। কোন নায়িকার সঙ্গে ছিল সেই দৃশ্য? একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই খোলসা করেছিলেন। সেই নায়িকাও উপস্থিত ছিলেন সে সময়।

‘হাম তুম’ ছবির শুটিংয়ে ঘটেছিল ঘটনাটি। চুম্বনের দৃশ্য শুটিংয়ের আগে রানি মুখোপাধ্যায় সাইফকে বলেছিলেন, ‘তুমি পরিচালককে বলে দাও, তুমি আমাকে চুম্বন করতে চাও না।’ রানির কথায় একমত পোষণ করেননি সাইফ। উত্তরে বলেন, ‘আমি এটা করতে পারব না। আমার বস্‌ বলেছেন, ছবির জন্য এই দৃশ্য প্রয়োজনীয়। তাই আমাদের এটা করা উচিত।’

সেই সাক্ষাৎকারে রানি বলেন, ‘মনে আছে আমরা দুজন সেই দৃশ্যটি নিয়ে কত ভয়ে ছিলাম।’ উত্তরে সাইফ বলেন, ‘আমরা নয়, তুমি ভয়ে ছিলে।’ এর পর বিশদে ঘটনাটি জানান সাইফ। রানির উদ্দেশে বলেন, ‘সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন ছিল এটি। আমার জন্য খুবই অস্বস্তিদায়ক ছিল। তুমি অস্বস্তিতে ছিলে এটা ভেবে আরও অস্বস্তি হয়েছিল আমার।’

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন